যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে বুধবার রাঙামাটিতে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হয়েছে।
রাঙামাটি শহরে প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ির কেন্দ্রীয় জামে মসজিদে। এছাড়া শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ, বনরুপা জামে মসজিদ, আদালত ভবন মাঠসহ ৫টি স্থানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিটি জামাত শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ঈদের জামাত শেষে রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে অনেকে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাদের প্রয়াত আতœীয় স্বজনদের জন্য দোয়া কামনা করেন।
এছাড়া নামাযের পর মুসলিম বিশ্ব ও বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.