লামায় ৩টি মায়া হরিণের চামড়াসহ ১জন আটক

Published: 18 Mar 2015   Wednesday   

বুধবার বান্দরবানের লামায় ৩টি মায়া হরিণের চামড়াসহ নৈদাবাসী ধর প্রকাশ ভুলু ধর (৫০) নামের এক পাচারকারীকে আটক করেছে বন বিভাগ।

 

দুপুরে লামা- আলীকদম সড়কের লাইনঝিরি এলাকায়  একটি মাইক্রোবাস থেকে তাকে আটক করা হয়। আটক নৈদাবাসী ধর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ধর পাড়ার মৃত সরেন্দ্র ধরের ছেলে।

 

স্থানীয় সূত্র জানান, আলীকদম উপজেলা থেকে হরিণের চামড়া পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা বুধবার দুপুরে চকরিয়াগামী একটি মাইক্রোবাসে তল্লাসী চালায়। এ সময় বস্তাবর্তি ৩টি মায়া হরিণের চামড়াসহ নৈদাবাসী ধরকে আটক করেন। 

 

৩টি মায়া হরিণের চামড়াসহ নৈদাবাসী ধরকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, আটককৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী ২০১২ইং সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত