শুক্রবার রাঙামাটিতে তিন দিনব্যাপী এক্সপ্লোরিং টেক্সটাইল ট্যুরিজম প্রদর্শনী শুরু হয়েছে।
শহরের গরবা_রেস্টুরেন্ট_এন্ড_আর্ট_গ্যালারী`তে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র জনাব আকবর হোসেন চোধুরী। আয়োজকরা জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী কাপড় সংগ্রহ করে তা দিয়ে ফ্যাশনেবল পোষাক তৈরি করে দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। বহুমাত্রিক এক প্রদর্শনী এটি। প্রদর্শনীতে টেক্সটাইল কিভাবে পর্যটনের সাথে সম্পৃক্ত এ বিষয়ে আলোকপাত করা হয়েছে।
এছাড়া পরিবেশ বাঁচানোর স্লোগান দেখানো হয়েছে সম্পূর্ন রাসায়নিক মুক্ত তৈরি কাপড়ের পোষাকে, আবার বাংলার চিরায়ত ঐতিহ্যমন্ডিত বিভিন্ন উপকরণ অংকিত হয়েছে কোন কোন পোষাকে। বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে দেশের কোন কোন অঞ্চল কোন ধরনের কাপড়ের জন্য বিখ্যাত। পাহাড়ের কাপড়ও বাদ যায়নি এই প্রদর্শনীতে।
সকল পণ্যের উৎপাদন ও ডিজাইন করেছেন বস্ত্র প্রকৌশলী তরুন উদ্যোক্তা শামস বিন্তা আরফিন মুরুশি ও তাঁর দল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.