রাঙামাটির বরকল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৩৫জন কর্মচারী চার মাস ধরে বেতন পাচ্ছেন না। গেল ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোধিদত্ত বড়ুয়াকে বদলী করার পর তৎস্থলে আর কোন কর্মকর্তা নিয়োগ না দেয়ায় বেতন বিলে স্বাক্ষর করার মত কর্মকর্তা না থাকায় এ দূর্ভোগে পড়েছেন বলে ভূক্তভোগী কর্মচারীরা জানিয়েছেন।
চলতি মাসের ২২মে জেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ বেবী ত্রিপুরাকে সাময়িক কর্মকর্তার দায়িত্ব দিয়ে বেতন ভাতার বিলে স্বাক্ষর করায় চার মাস পর আজ ২৮ মে মঙ্গলবার কর্মচারীরা বেতন ভাতা পেয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, গেল ফেব্রুয়ারী মাসে উপজেলা কর্মকর্তা বোধিদত্ত বড়ুয়াকে রাজস্থলী উপজেলায় বদলী করার পর উপজেলার কর্মকর্তার পদটি শুন্য হয়। যার কারনে কর্মচারীদের বেতন ভাতার বিলে স্বাক্ষর করার মত কর্মকর্তা না থাকায় গেল ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত চার মাস ধরে কর্মচারীদের বেতন ভাতা বন্ধ ছিল। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অধিকাংশ কর্মচারী পাহাড়ী সম্প্রদায়ের। গত এপ্রিলে পাহাড়ীদের ঐতিহ্যবাহী বিজু উৎসব বেতন ভাতা না পাওয়ায় টাকার অভাবে অনেক কর্মচারী ভালো ভাবে তাদের পরিবার পরিজন নিয়ে বিজু উৎসব পালন করতে পারেন নি। আবার অনেকেই অসুস্থ হয়েও টাকার অভাবে ভালো ভাবে চিকিৎসা নিতে ও সংসারে পরিবারের সদস্যদের ভরন পোষন করতে আর্থিকভাবে সংকটে পড়েছেন।
অনেকেই কড়া সুদের উপর টাকা নিয়ে আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভূক্তভোগী কর্মচারী। চলতি মাসের ২২মে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ বেবী ত্রিপুরাকে সাময়িক দায়িত্ব দেয়ার পর বেতন বিলে স্বাক্ষর করার পর আজ ২৮মে মঙ্গলবার চার মাসের পর কর্মচারীরা বেতন ভাতা পেয়েছেন। অনেক নিম্ন বেতন ভোগী কর্মচারী বেতন ভাতা পেয়ে খুশী হয়ে আনন্দ অশ্রু ঝরিয়েছেন বলেও জানিয়েছেন।
জেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ বেবী ত্রিপুরা বরকলের কর্মচারীরা বেতন ভাতা না পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান- তাকে চলতি মাসের ২২ মে সাময়িক দায়িত্ব দেয়ার পর কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর দিয়ে বেতন ভাতা ছাড় দিয়েছেন। এবার থেকে কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা পাবেন বলে তিনি জানিয়েছেন।
পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক সাহানওয়াজ জানান- তাদের অভ্যন্তরীন সমস্যার কারনে উপজেলা কর্মকর্তা বোধিদত্ত বড়ুয়াকে বদলী করার পর তার স্থলে আর কোন কর্মকর্তা নিয়োগ না দেয়ায় কর্মচারীদের বেতন ভাতার সমস্যা হয়েছে।
তবে বর্তমানে দাপ্তরিক কর্মকান্ড পরিচালনার জন্য একজনকে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে। আগামীতে কর্মকর্তা নিয়োগ দিলে কোন সমস্যা হবেনা বলে জানিয়েছেন উপ পরিচালক বেগম শাহেনওয়াজ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.