রাঙামাটিতে স্বপ্নবুনন’র রামজান মাসের অনন্য উদ্যোগ

Published: 26 May 2019   Sunday   

পবিত্র রমজান মাসে রাঙামাটিতে গরীব ও দুঃস্থদের মাঝে সা্হরী ও এক মাসের বাজার সামগ্রী বিতরণসহ নানান উদ্যোগ গ্রহন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন।

 

ক্ষুধা রেখে সা্হরী নয় সা্হরী হোক তৃপ্তিময়, এই স্লোগানে পহেলা রমজান দুয়ারে দুয়ারে স্বপ্নবুনন’র কর্মীরা গিয়ে  প্রথম পর্বে সা্হরী ও একমাসের বাজার সামগ্রী দুঃস্থদের হাতে তুলে দেন।  এর পর দ্বিতীয় পর্বে সদর উপজেলাসহ কাউখালী, বরকল ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করেন স্বপ্নবুনন’র কমীর্রা। এর পর  তৃতীয় পবে পর্ব কাঁচা বাজার ও মাংস বিতরণ করা হবে।

 

এসব বিতরণের পরিচালনা করেন স্বপ্নবুনন’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নূর তালুকদার মুন্না। এতে বিতরণের দাযিত্ব পালন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আলা উদ্দিন ও নাজিমুল ইসলাম সেতু।

 

এছাড়াও সংগঠনের সদস্য মোঃ নাহিম উদ্দিন আশিক,আলী আশ্রাফ আতিক, হাফেজ ইমাম হোসাইন কুতুবী, এইচ এম আসিফ তালুকদার, রবিউল ও জাকারিয়া পলাশ এবং কাউখালি উপজেলায় এনাম আহাম্মেদ খান,শাহরিয়ার ইমন রাসেল, আাকিব জাবেদ ও মেহেদী হাসান, বরকল উপজেলায়  রাজিব হোসেন, বিলাইছড়ি উপজেলায় মেহেদী হাসান দাযিত্ব পালন করেন।

 

প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ আলা উদ্দিন জানান,সমাজের সকল ধনবান ব্যক্তিরা এগিয়ে আসেন ভবিষ্যতে এমন প্রকল্প আরো বৃহৎ আকারে করা সম্ভব।

 

তিনি আরো জানান, আসন্ন ঈদে এতিম ও দুঃস্থদের জন্য ঈদ বস্ত্র ও ঈদ বাজার সামগ্রী প্রদান করা হবে এবং যাকাত প্রদান করতে ইচ্ছুকরা যাকাত প্রদান করলে চলমান যাকাত সংগ্রহ ফান্ড এর উপর নির্ভর করে স্বনির্ভর  প্রকল্পের আওতায় ঈদ উপহার হিসেবে একটি পরিবারকে সম্পুর্ণ সাবলম্বী করে তোলা সম্ভব। তিনি যাকাত প্রদান করতে ইচ্ছুকদের “স্বপ্নবুনন’র অফিসিয়াল নাম্বার ০১৭৮৪৫৬৬৫৬৬-এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত