জুরাছড়িতে রেড ক্রিসেন্টের যুব সহশিক্ষা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

Published: 18 Mar 2015   Wednesday   

বুধবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় রেড ক্রিসেন্টের যুব সহশিক্ষা কার্যক্রম বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট। সহশিক্ষা কার্যক্রম (জুরাছড়ি উপজেলা)  সমন্বয়কারী  মোঃ রকিবুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জুরাছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাক্মা। জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাক্মা এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এম. বখতেয়ার উদ্দিন। 

 

মতবিনিময় সভায় জুরাছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাঙামাটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মোঃ রকিবুল হাসান, উপ যুব প্রধান সোহানা ফেরদৌস, যুব রেড ক্রিসেন্টে সদস্যরা সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।     

 

মতবিনিময় সভায় যুব কার্যক্রম ও যুব রেড ক্রিসেন্ট এর দলগঠন বিষয় এবং  সহশিক্ষা কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।  

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত