বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে শনিবার রাঙামাটিতে দোয়া মাহফিল করেছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
শহরের কলেজ গেইটস্থ একটি হোটেল মোটেল জর্জ প্রাঙ্গনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিএনপি নেতা বাচ্চু মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি হাজী জহির আহাম্মদ সওদাগর, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহাঙ্গীর তালুকদার, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বির, ডাঃ পরেশ খীসা, এলডিপি’র সভাপতি দিবাকর দেওয়ানসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পূর্ববর্তি আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপি নেতা দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকার সম্পূর্ন বেআইনীভাবে মানবাধিকার লঙ্গণ করে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগারের প্রকৌষ্টে আটকে রেখে অসুস্থ বানিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
বয়োজৈষ্ঠ্য বেগম খালেদা জিয়া বর্তমানে ভালোভাবে দাড়াতেও পারছেন না অভিযোগ করে দীপেন দেওয়ান বলেন, নাগরিকের মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু বর্তমানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আক্রোসের বশবর্তী হয়ে একজন জনপ্রিয় নেত্রী তথা আপোষহীন নেত্রীকে কারাগারে আটক রেখে মেরে ফেলার ষড়যন্ত্র করছে।
তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে রাঙামাটিবাসীর সর্বস্তরের বাসিন্দাদের নিকট দোয়া কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.