পার্বত্যাঞ্চলে চলমান গুম,খুন,অপহরণ বন্ধের রাঙামাটিতে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন

Published: 23 May 2019   Thursday   

পার্বত্যাঞ্চলে চলমান গুম, খুন,অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি বন্ধে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদ।


সমাবেশে বক্তারা বলেছেন, পার্বত্যাঞ্চলে কিছু সশস্ত্র সন্ত্রাসীদের কারণে বসবাসরত মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছে। পার্বত্য চুক্তির পরও পাহাড়ে গুম, খুন, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি এখন নিত্য দিনের ঘটনা। পাহাড়ের মানুষ আর সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকতে চাই না। বক্তারা পাহাড়ে সেনা ক্যাম্প পূর্ণস্থাপন ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুণী অভিযান পরিচালনা করতে সরকারের প্রতি জোর দাবী জানান।


রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে স্থানীয় বাঙ্গালী নারী পুরুষ অংশ গ্রহন করেন। এসময় মানববন্ধন চলাকালে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যর বক্তব্যে দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক জুনায়েত আহমেদ, জেলা প্রচার সম্পাদক আব্দুল মোমিন। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত