বান্দরবানে পরিত্যক্ত রকেট লাঞ্চার বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত, আহত ১০

Published: 17 May 2019   Friday   

বান্দরবানে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে আমতলি এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের পরিত্যক্ত রকেট লাঞ্চার বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ সেনা সদস্য। আহতদের মধ্যে রাজু ও হাসানের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে।

 

সেনাবাহিনীর ১৬ প্যারা ব্যাটালিয়নের কমান্ডার লে:কর্ণেল মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সেনাবাহিনীল ফায়ারিং রেঞ্জের এলাকা জেলা সদর উপজেলা সুয়ালক ইউনিয়ন এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। তাই শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ওই এলাকার জঙ্গল পরিষ্কার করছিল কয়েকজন সেনা সদস্য। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সেনাবাহিনীর অবিস্ফোরিত রকেট লাঞ্চার বিস্ফোরিত হয়। এ ঘটনায় ঘটনাস্থলে সেনা সদস্য জাহিদুল ইসলামের মৃত্যু ঘটে। হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে আরেক  সেনা সদস্য নিপুণ চাকমার মৃত্যু হয়েছে। নিহত সেনা সদস্য জাহিদুল ইসলামের বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউয়িনে। নিহত আরেক সেনা সদস্য নিপুণ চাকমার বাড়ি রাঙামাটি জেলায়।

 

বান্দরবান সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, অবিস্ফোরিত রকেট লাঞ্চার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে সাতকানিয়া বিজিবি’র বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের হাসপাতালে চিকিৎসা দেওয়ার হয়। এরপর গুরুতর আহত ৫ সেনাসদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাজু ও হাসানের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অন্য ৫ সদস্যকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আসাদ, তারিকুল, মোস্তাফিজ, আরিফসহ অন্যান্যরা শঙ্কামুক্ত রয়েছেন।

 

শুক্রবার সন্ধ্যার দিকে নিহত সেনা সদস্য জাহিদুলের লাশ বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে চিকিৎসকরা ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। এরপর গাড়িতে করে লাশ তার নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহন করছিল সেনা কর্মকর্তারা। এদিকে নিহত সেনা সদস্য নিপুণ চাকমার লাশ ঢাকা থেকে হেলিকপ্টারে করে তার নিজ বাড়ি রাঙামাটির উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত