শুভলং-এ দুটি ইঞ্জিন বোটে মুখোমুখি সংঘর্ষে উত্তম দেওয়ান নিখোঁজ ও তার বড় ভাই আহত

Published: 17 May 2019   Friday   

রাঙামাটির বরকল উপজেলার সুভলং ইউনিয়নের মাইসছড়ি নামক এলাকার কাপ্তাই হ্রদে শুক্রবার সকালে দুটি ইঞ্জিন চালিত বোটের মুখোমুখী সংঘর্ষে একজন নিখোঁজ ও অপর একজন আহত হয়েছেন। নিখোজ ব্যক্তির নাম উত্তম কুমার দেওয়ান(৪৮)। উপজেলার বড় হরিনা ইউনিয়নের বড়হরিনা মুখ গ্রামের মৃত প্রবীর চন্দ্র দেওয়ানের পুত্র ও পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানের ভাই।


জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে নিখোজ উত্তম কুমার দেওয়ান ও তার বড় ভাই অথিতি দেওয়ানসহ ৫জন যাত্রী নিয়ে রাঙামাটির উদ্দেশ্য যাওয়ার সময় সুভলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় পৌছলে বিপরীত দিকে আসা বরকলগামী একটি মালবাহী ইঞ্জিন বোটের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উত্তম কুমার দেওয়ান আহত হয়ে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এসময় তার বড় ভাই অথিতি দেওয়ান(৫৫) আহত হন। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বোটে থাকা অপর ৫জন যাত্রী প্রাণে বেচে যান। নিখোঁজ উত্তম কুমার দেওয়ান ও আহত অথিতি দেওয়ান পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানের ভাই। ঘটনার পর ডুবুরির দল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।


বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা জানান, বোনের অসুস্থতা ও হাসপাতালে ভর্তি জেনে বোন কে দেখার জন্য ইঞ্জিন বোট ভাড়া করে তার ইউনিয়নের বাসিন্দা উত্তম কুমার চাকমা তার বড় ভাই অথিতি দেওয়ানসহ এলাকার আরো ৫জন যাত্রী নিয়ে রাঙামাটির উদ্দেশ্য যাওয়ার সময় সুভলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় রাঙামাটি থেকে বরকলগামী আসা একটি মালবাহী ট্রলার বোটের সাথে মুখোমুখী সংঘর্ষে উত্তম কুমার দেওয়ান আঘাত পেয়ে পানিতে পড়ে যান। আর তার বড় ভাই অথিতি দেওয়ান গুরুতর আহত হয়েছেন।


বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান ঘটনার সত্যটা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নিখোঁজ উত্তম কুমার দেওয়ানকে খুজতে হ্রদে ডুবুরীর দল তল্লাশী চালাচ্ছে। আহত অথিতি দেওয়ানকে উন্নত চিকিৎসারর জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত