বৃহস্পতিবার খাগড়াছড়িতে শোভা ত্রিপুরার দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন

Published: 15 May 2019   Wednesday   

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে লেখক শোভা ত্রিপুরা’র ‘বৌদ্ধ ধর্মে নারীর অবদান’ এবং ‘সীমানা পেরিয়ে’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

 

পাহাড়ের বিশিষ্ট লেখক শোভা ত্রিপুরা বেগম রোকেয়া পদক এবং তাঁর স্বামী মংছেনচীং মংছিন্ নিজেও একজন ‘একুশে পদক’ জয়ী।


অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দুটি গ্রন্থের পাঠ উম্মোচন করবেন। অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এবং সাহিত্য ও বই অনুরাগীরা উপস্থিত থাকার কথা রয়েছে।


পাহাড়ের সাময়িকী ‘অক্ষর’ সম্পাদক প্রদীপ চৌধুরী উক্ত দুটি গ্রন্থের পাঠ উম্মোচন অনুষ্ঠানে সবাইয়ের উপস্থিতি অনুরোধ করে জেলার বুদ্ধিবৃত্তিক মানস গঠনের গতিকে প্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত