রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সাজেক ইউনিয়নের নিউথাং এলাকায় ভল্লুকের আক্রমণে এক কিশোর গুরুত্বর আহত হয়েছে। তার নাম অনু বিকাশ ত্রিপুরা(১৭)। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে উপজেলার সীমান্তবর্তী সাজেক ইউনিয়নে নিউথাং এলাকার বাসা থেকে মাছ ধরতে পাশ্ববর্তী এলাকায় বের হন অনুবিকাশ ত্রিপুরা। এসময় রাস্তায় থাকা একটি ভল্লূক তাকে অতর্কিতে আক্রমণ চালালে তার মুখমন্ডলে ও হাতে মারাত্নক জখম হয়। পরে ভল্লুকের অক্রমণে চিৎকার করলে আশেপাশের লোকজন শুনতে পেয়ে এগিয়ে আসলে ভল্লুকটি পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে বিজিবি ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়েছে। তার অনুবিকাশ ত্রিপুরার আঘাত মারাত্নক হওয়ায় বিজিবি ও সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারযোগে তাকে রোববার চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে( সিএমএইচ) নেয়া হবে জানা গেছে।
সাজেক ইউপির চেয়ারম্যান নেনসন চাকমা জানান, ভল্লুকের আক্রমণে অনু বিকাশ ত্রিপুরা নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.