রাঙামাটির বরকল উপজেলার ভুষনছড়া ইউনিয়নের ঠেগা মুখ এলাকায় সহকর্মীর ছুরির আঘাতে আপ্রুসে মারমা (৩২) নামে ১জন নিহত ও অপর একজন গুরুত্বর আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিন আগে কেয়াং পাড়ার মৃত চাইলং মারমার ছেলে আপ্রুসে মারমা বরকল উপজেলার সীমান্তবর্তী ভুষনছড়া ইউনিয়নের ঠেগা মুখ জনশক্তি বৌদ্ধ বিহারের নতুন ভবন নির্মানের চুক্তি করে। বৌদ্ধ বিহারটি নির্মানের জন্য আপ্রুসে মারমা তার সহকারী হিসাবে দৈনিক মজুরীতে ক্যাজারী মারমা মংমংচাই মারমা সহ ৫জ কেক নিয়ে কাজ করতে যান। কিন্ত মংমংচাই মারমা আগাম মজুরীর টাকা নিয়ে কাজে গেলেও কাজ না করে মদ্যপান করে থাকতো। এ ব্যাপারে মং মং চাই মারমার সাথে আপ্রুসে মারমার মধ্যে কথা কাটাকাটি হয়। র এক পর্যায়ে গত মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমানোর সময় হঠাৎ মংমংচাই মারমার (৩২) হাতে থাকা ছুরি দিয়ে আপ্রুসে মারমাকে আঘাত ককরলে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বাড়ি বরকল সদর ইউনিয়নের কেয়াংপাড়া গ্রামে।
পরে অন্যরা অপ্রুসে মারমাকে রক্ষা করতে এগিয়ে আসলে ক্যাজারী মারমা গুরুত্বর আহত হন। বর্তমানে আহত ক্যাজারী মারমাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মংমংচাই মারমা পালিয়ে যেতে সক্ষম হয়।
বরকল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহম্মদ খান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আপ্রুসে মারমার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় মংমংচাই মারমার বিরুদ্ধে নিহতের বড় ভাই মংহ্লা প্রু মারমা। বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.