কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৬৭.৫৮ ভাগ, মাদ্রাসায় শত ভাগ পাশ

Published: 06 May 2019   Monday   

২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কাপ্তাই উপজেলায় মাধ্যমিকে পাশের হার ৬৭.৫৮ ভাগ এবং মাদ্রাসায় পাশের হার ১০০ ভাগ।

 

এবছর কাপ্তাই উপজেলা হতে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৬২ জন শিক্ষার্থী। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান, ২০১৯ সালে উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয় হতে সর্বমোট ১৩৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ৯০৭ জন। পাশের হার শতকরা ৬৭.৫৮ ভাগ। মাধ্যমিক বিদ্যালয় গুলোর মধ্যে শতভাগ পাশ করেছে কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ। এই বিদ্যালয় হতে ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ৪৪ জন। এছাড়া কেপিএম স্কুল হতে ৭ জন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় হতে ৭ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২ জন জিপিএ-৫ পেয়েছে। 

 

এদিকে, কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসা এবং তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা হতে দাখিল পরীক্ষায় ১২২ জন অংশ নিয়ে সকলে পাশ করেছে। পাশের হার ১০০ ভাগ। এরমধ্যে আল-আমিন নুরিয়া মাদ্রাসা হতে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সামগ্রিক ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, সকলকে আরোও মনযোগী হয়ে পাশের হার বাড়াতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান, গড় পাশের হার এবং জিপিএ-৫  আরোও বাড়াতে হলে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত