রাঙামাটিতে পাসের হার ৬৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯৩ জন

Published: 06 May 2019   Monday   

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক শিক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় রাঙামাটি জেলায় এবারের মোট পাসের হার ৬৮ দশমিক ৬০ভাগ। তবে এ জেলায় গেল বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। কিন্তু জিপিএ-৫ কিছুটা বেড়েছে।

 

এবার পরীক্ষায় এ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন। তবে এবার রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেউ জিপিএ-৫ পায়নি। এবার সব চেয়ে বেশী জিপিএ-৫ পেয়েছে কাপ্তাই নৌবাহিনী উচ্চ বিদ্যালয়।

 

জেলা শিক্ষা ও কল্যাণ শাখার তথ্যে জানা যায়, এবার পরীক্ষায় জেলার মোট ১৯ কেন্দ্রে অংশ নেয় ৮হাজার ৪১০ জন পরীক্ষার্থী। মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৭৮টি । এবার অকৃতকার্য হয়েছে ৫ হাজার ৭শ’৬৯ জন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত