পৌর কর পরিশোধে উৎসাহিত করতে রোববার সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে রাঙামাটি পৌর সভা।
হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ উপলক্ষে পৌর সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন, ডিজিএফআই এর অতিরিক্ত সহকারি পরিচালক সাইফুজ্জামান, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নিয়মিত কর দাতা হিসেবে ব্যক্তি পর্যায়ে ১০জন এবং ১২টি প্রতিষ্ঠান থেকে নিয়মিত কর দাতা হিসেবে সম্মাননা দেয়া হয়।
পৌর মেয়র বলেন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পৌরসভা অনুষ্ঠাগেুলোকে নিজের আয় থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও উন্নয়ন কাজ করতে হয়। আর এসব কাজ করতে গেলে জনগন থেকে কর আদায় করতে হয়, জনগন যদি ঠিকমত কর দেয় তাহলে পৌরসভার কার্যক্রম গতিশীল থাকে, অন্যথায় উন্নয়ন কার্যক্রমসহ পৌরসভা চালাতেই হিমশিম খেতে হয়। তিনি রাঙামাটি পৌর সভার নাগরিক সুযোগ সুবিধা পেতে নিয়মি কর পরিশোধ করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.