লক্ষ্মীছড়িতে পাহাড়ি নারীকে হত্যার নিন্দা ও প্রতিবাদ

Published: 04 May 2019   Saturday   

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বক্যাছড়া নামক এলাকায় নাগরি চাকমা(৩০) নামে এক পাহাড়ি নারীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।


শনিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।


বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, নাগরি চাকমাকে এক দুর্বৃত্ত কর্তৃক ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ, খুন, গুম, অপহরণ ও নির্যাতনের ঘটনা যেন মহামারি আকার ধারণ করেছে। প্রতিনিয়ত এ ধরনের নৃশংস ঘটনা ঘটেই চলেছে। কিন্তু এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না।


বিবৃতিতে অবিলম্বে নাগরি চাকমা হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীর ওপর সহিংসতা বন্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জাননো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত