ঘূর্নিঝড় ফণী মোকাবেলায় কাপ্তাই উপজেলা প্রশাসনের প্রস্ততি সভা

Published: 02 May 2019   Thursday   

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্ভাব্য ঘূর্ণিঝড় `ফণী`র মোকাবেলায় এক প্রস্তুতিমূলক জরুরী সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। 

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্যোগ মোকাবেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল।  সভায়  সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃদিলদার হোসেন, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) নুরুল আলম,  চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,  ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যাসহ  উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্হানীয় বিজিবি প্রতিনিধি, কাপ্তাই ফায়ার সার্ভিস প্রতিনিধি, মেডিকেল প্রতিনিধি, রেড ক্রিসেন্ট প্রতিনিধি ও স্কাউট প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

 

প্রস্তুতিমূলক সভায় দুর্যোগ মোকাবেলা কমিটি গঠন, সচেতনতা মূলক লিফলেট বিতরন, ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ, হাসপাতাল সমূহের জরুরি বিভাগ সার্বক্ষণিক খোলা রাখা ও ডাক্তারের উপস্হিতি নিশ্চিত করা, ক্ষুদ্র ক্ষুদ্র মেডিকেল টিম গঠন করে উপজেলার বিভিন্ন স্হানে গমন করা, সকল এলাকায় মাইকিং করা,২০ জনের একটি স্কাউট দল প্রস্তুত রাখা, উপজেলাধীন সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয় সমূহ এবং সকল সরকারি ভবন, দপ্তর সমূহ আপদকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা রাখা, রেড ক্রিসেন্ট, কাপ্তাইয়ের  কমপক্ষে চারটি দল প্রস্তুত রাখা, কাপ্তাই ফায়ার সার্ভিস এবং কাপ্তাই বিজিবির (৪১ বিজিবি ব্যাটালিয়ন, ওয়াগ্গা জোন)  সহায়তা নেয়ার বিষয়ে সিদ্বান্ত গৃহীত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত