মঙ্গলবার মধ্যরাত থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ

Published: 30 Apr 2019   Tuesday   

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির স্বার্থে মঙ্গলবার রাত ১২ টার পর থেকে আগামী তিন মাসের জন্য হ্রদে সকল প্রকার মাছ শিকার বন্ধ হচ্ছে।

 

 বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১২টার পর থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের জারী করা কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের আদেশ কার্যকর হবে। তিনি জানান ১ মে বুধবার রাত ১২ টার মধ্যে হ্রদ থেকে  আহোরিত সকল মাছের পরিবহন ও বাজারজাত শেষ করতে হবে।


গত ২৩ এপ্রিল রাঙ্গামাটি জেলা প্রশাসন কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজননের স্বার্থে  এ নিষেধাজ্ঞা জারী করে।


উল্লেখ্য প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত