যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে মঙ্গলবার খাগড়াছড়ি সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫-তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুস সবুর খান। উদযাপন কমিটির আহবায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ কামাল হোসেন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, বাংলা বিভাগের প্রভাষক মীর মোহাম্মদ মারুফ মিয়া , জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সীমা তালুকদার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ খালেদ হোসেন খান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জাহেদ হাসান। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লিসেন চাকমা, মোঃ সুমন, আব্দুল্লাহ আল নোমান, বিশ্বজিৎ ভট্ট্যাচার্য্য।
দর্শন বিভাগের প্রভাষক ও উদযাপন কমিটির সদস্য জ্যাবিন চাকমার সঞ্চালনায় সম্পন্ন আলোচনা সভাশেষে কলেজ অধ্যক্ষ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে ইংরেজি বিভাগের প্রভাষক অর্জিতা খীসার নির্দেশনায় কলেজ শিক্ষাথীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.