লংগদু রাবেতা মডেল স্কুলে ছাদ থেকে পড়ে এক ছাত্রী গুরুত্বর আহত

Published: 29 Apr 2019   Monday   

রাঙামাটির লংগদু উপজেলাধীন রাবেতা মডেল স্কুলের তিন তলা ছাদ থেকে পড়ে নবম শ্রেণির ছাত্রীর দুই পা ও হাত ভেঙ্গে গেছে বলে জানা গেছে। এ ঘটনার জন্য ছাত্রীর পরিবার পরিজন ও এলাকাবাসী ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম এবং বিদ্যালয়ের লাইব্রেরিয়ান শাহিনা জামানকে দায়ী করেছেন।  রোববার বিদ্যালয় চলাকালিন সময়ে এই  ঘটনা ঘটেছে।

 

বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন ধরে গুরুতর আহত ছাত্রীর সাথে একই ক্লাসের ছাত্রের সাথে প্রেম ঘটিত সম্পর্ক রয়েছে বলে রোাবার ছাত্রী স্কুলে  গিয়ে  ক্লাসে ব্যাগ রেখে বাইরে  গেলে ব্যাগ তল্লাশী করেন বিদ্যালয়ের লাইব্রেরিয়ান শাহিনা জামান।  এসময় শাহিনা জামান ওই ছাত্রীর ব্যাগে প্রেম ঘাটত কিছু চিঠি ও উভয়ের ছবি পেয়ে সে গুলো নিয়ে প্রধান শিক্ষকের কাছে জমা দেন।

 

প্রধান শিক্ষক নুরুল করিম ওই সব ডকুমেন্ট পেয়ে ছাত্র-ছাত্রীর অভিভাবক স্কুলে ডেকে নিয়ে বিষয়টি গভীরভাবে তুলে ধরেন।প্রধান শিক্ষক এক পর্যায়ে ছাত্র-ছাত্রীর অভিভাবকদের সামনে দুজনের বিষয়ে আপত্তিকর কথাবার্তা তুলে ধরলে ছাত্রীর কানে যাওয়ার সাথে সাথে ওই ছাত্রী স্কুলের তিন তলা ভবন থেকে ‘আতœহত্যার উদ্দেশ্যে’ লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত  চিকিৎসক দ্রুত চট্টগ্রামে প্রেরণ করেন। বর্তমানে ওই ছাত্রীটিকে চট্টগ্রাম বেসরকারি ক্লিনিক সি এইচ সি আর এ আইসিওতে ভর্তি করা হয়েছে।  তবে তার অবস্থা বিপদজনক বলে তার ভাই আরমান জানিয়েছেন।

 

স্থানীয় ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা  অভিযোগ করে বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি ছোট্ট ঘটনাকে অনেক বিরাট করে দেখার কারনে আজ এই ছাত্রীর জীবনে এত বড় ঘটনা ঘটেছে। তারা  আরো বলেন,ছেলে মেয়ে দুজনই শিশু বিষয়টিকে এত গভীরভাবে দেখার কিছুই ছিল না। বিষয়টি বড় আকারে দেখার কারনে আজ এত বড় ঘটনা ঘটেছে ওই ছাত্রীর জীবনে। কয়েক বছর আগেও এই প্রতিষ্ঠানের এক ছাত্রী আতœহত্যা করে মারা গেছেন। সব কিছু মিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিমের সাথে বেশ কিছু অসাধু শিক্ষক রয়েছে যারা এসব ঘটনার সাথে জড়িত।এব্যাপারে ছাত্রীর পরিবার প্রধান শিক্ষককে আসামী করে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

এ ব্যাপারে প্রধান শিক্ষক বলেন,প্রেমের ঘটনা সত্য। তবে কি কারনে ওই ছাত্রী তিন তলা থেকে পড়ে গেছে তা আমার জানা  নেই। এ অপর একটি প্রশ্ন ক করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

 

লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন, এব্যাপারে শুনেছি তবে কেউ এখনো অভিযোগ নিয়ে থানায় আসেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত