রাঙামাটির কাউখালী উপজেলায় জাতীয় পুষ্টি সমাপ্ত হয়েছে।
সম্প্রতি কাউখালী স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশন "লীন" প্রকল্পের সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: সুইমিপ্রু রোয়াজা। বক্তব্য রাখেন উপজেলার "লীন" প্রকল্পের প্রতিনিধি জ্ঞান বিকাশ চাকমা ও কাউখালী স্বাস্থ্য বিভাগের ডা: প্রদীপ কুমার নাথ৷
বক্তারা বলেন স্বাস্থ্য ও পুষ্টি দু`টোই যেকোন জাতির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বর্তমানে, নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে স্বীকৃত হলেও আমাদের দেশে পুষ্টিহীনতা ও অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে৷ বিশেষ করে নারী,শিশু ও কিশোরীদের শারীরিক ও মানসিক বর্ধনের ক্ষেত্রে অপুষ্টি বিশেষভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ অনুষ্ঠানে কাউখালী স্বাস্থ্য বিভাগ থেকে পুষ্টি বিষয়ক ইউনিসেফের একটি জরিপ উপস্থাপন করা হয়৷ যেখানে দেখা যায় বাংলাদেশে খর্বাকৃতির শিশুর সংখ্যা ৩৬% সেখানে রাঙামাটিতে ৫১.৪ শতাংশ৷ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বলেন কাউখালী পুষ্টি সেক্টর খুবই অবহেলিত৷ যা সকলের সহযোগিতাই কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে৷ তিনি জুম ফাউন্ডেশন উপজেলা "লীন টীমের" প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনের লক্ষে লীন প্রকল্পের সহযোগীতা ছিলো চোখে পড়ার মতো ও অতুলনীয় এবং ভবিষ্যতেও এভাবে একসাথে কাজ করে উপজেলার পুষ্টি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.