বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ ছাত্রীর খাদ্য বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি

Published: 28 Apr 2019   Sunday   

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে অবস্থানরত ৮ ছাত্রী  শনিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাদের বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে অবস্থানরত ১০ম শ্রেণির সবিতা চাকমা, ৯ম শ্রেণির ঐশরিয়া চাকমা, ৮ম শ্রেণির কিনামূখী তঞ্চঙ্গ্যা, আল্পনা চাকমা, মনিষা চাকমা ও শিখা চাকমা, ৭ম শ্রেণির সমাপ্তি চাকমা এবং ৬ষ্ঠ শ্রেণির শর্মী চাকমা শনিবার  শনিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। পরে  তাদের বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বিদ্যালয়ের নৈশ প্রহরী নবীন মার্মা জানান, বিকাল আনুমানিক সাড়ে পাঁচ টার দিকে  ৮ ছাত্রীর হঠাৎ মাথা ঘোরা, বমি বমি ভাব এবং হাত-পা ব্যথা করা শুরু করে। তাই এই অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার (সার্জন) ডা. সেলিম উদ্দিন (ডেন্টাল) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো খাদ্য বিষক্রিয়া জনিত কারণে তাদের এমন হয়েছে। তাই তাদের খাদ্য বিষক্রিয়ার উপর চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা দেওয়ার পরও যদি অবস্থার উন্নয়ন না ঘটে বা অবনতির দিকে যেতে দেখা যায় তবে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হবে। 

 

উল্লেখ্য, প্রায় কয়েক বছর ধরে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের এক ধরণের অসুস্থতা দেখা যাচ্ছে। এ অসুস্থতা দেখা দিলে রোগীদের খিঁচুনী হয়, কান্না করে, আবোল-তাবোল বকে এবং কেউ কেউ অজ্ঞান হয়ে যায়।  তবে মেডিকেল অফিসার ডা. সেলিম উদ্দিন জানান, কিছুদিন আগেও ওই বিদ্যালয়ের  এমন রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এটা হিস্টিরিয়া রোগ। তবে ভর্তিকৃত ৮ ছাত্রীর এমন হিস্টিরিয়া মনে হচ্ছে না বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত