লামায় ৫৫৩টি গাঁজার গাছ জব্দ, গ্রেপ্তার ১

Published: 20 Apr 2019   Saturday   

নির্জন জায়গায় বিশ শতক  জমিতে গাঁজা চাষ হয়েছে এমন সংবাদ পেয়ে লামা থানার পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ক্ষেত থেকে ৮৫ কেজি ওজনের  ৫৫৩টি গাঁজার গাছ জব্দ করেছে। এ সময় গাঁজা চাষ করার অপরাধে খুরশিদা বেগম(৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

 

শনিবার বেলা এগারোটার সময় লামা থানার ওসি তদন্ত আমিনুল হকের নেতৃত্বে  লামা উপজেলার লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোয়াজা ঝিরিতে এ অভিযান চালানো এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত গাঁজা চাষী খুরশিদা বেগম(৩৫)  লামা পৌরসভার  ৯নং ওয়ার্ডের হরিণ ঝিরি  পাড়ার ইয়াহিয়া মিন্টুর স্ত্রী। 

 

লামা থানার উপ পরিদর্শক(এসআই) কৃষ্ণ দাস  জানান, উপজেলার রোয়াজা ঝিরি এলাকায় গাঁজার চাষ চলেছে এমন সংবাদ পেয়ে শনিবার বেলা এগারোটার সময় লামা থানার ওসি তদন্ত আমিনুল হকের নেতৃত্বে আমরা অভিযান চালিয়ে খেত থেকে পাঁচশটি  তিপ্পান্নটি গাঁজা গাছ তুলে জব্দ করি এবং গাঁজা চাষ কারার অপরাধে খুশিরশিদা বেগমকে গ্রেপ্তার  করি। আমাদের অভিযান টের পেয়ে আরেক গাঁজা চাষী ইয়াহিয়া মিন্টু পালিয়ে যায়। গাঁজার গাছ গুলো ওজন হয়েছে ৮৫ কেজি।

 

গাঁজা চাষী খুরশিদা বেগম প্রথম জানান, বাড়ীতে আমার স্বামী গাঁজা খাওয়ার সময় গাঁজার পোটলায় একটি গাঁজার বীজ পাওয়া যায়। পরে  গাঁজা বীজটি  গত বর্ষায় বাড়ীর পাশে রোপন করি।  এ গাঁজার বীজটি  সপ্তাহের মধ্যে চারা হয়ে বড় হতে থাকলে আমার স্বামী ইয়াহিয়ার মিন্টুর পরামর্শে  পরির্চজা করে বড় করে তুলি। এ  গাঁজা গাছটির বীজ দিয়ে আমরা সবজি চাষেরে পাশাপাশি  বিশশতক জমিতে গাঁজা চাষ করি।

 

লামা থানার ওসি তদন্ত  আমিনুল হক  বলেন, বিশ শতক জমির একটি গাঁজা চাষে অভিযান চালিয়ে আমরা পাঁচশত তিপ্পান্নটি গাঁজা গাছ জব্দ করি এবং  গাঁজা চাষ করার অপরাধে খুরশিদা বেগম নামের একজনকে গ্রেপ্তার  করেছি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে লামা থানায় খুরশিদা বেগমসহ তার স্বামী ইয়াহিয়ার বিরোদ্ধে মাদকদ দ্রব্য আইনে এ দুজনের বিরোদ্ধে মামলা দায়ের হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত