সোমবার বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের উদ্যোগে আয়োজিত গণসঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙামাটি শহরের রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা উদীচী সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন,বিশিষ্ট সাংবাদিক রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে,রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা,জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার,অরুন দেবনাথ,রনজিৎ পাটোয়ারী বাসু। প্রতিযোগিতায় রাঙামাটি জেলার রাজস্থলী,কাপ্তাই ও রাঙামাটি সদরের প্রতিযোগিরা গনসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
উদীচী কেন্দ্রীয় সংসদের কর্মসূচী হিসেবে রাঙামাটিতে ৬ষ্ঠ সত্যেন সেন গনসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। গণসংগীত প্রতিযোগিতায় ৪ টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে বিচারকের দায়িত্ব পালন করেন, বিশিষ্ট সাংবাদিক রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে,রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমাঅরুন দেবনাথ,রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনাক্ষী ধর। প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অর্জন করেন প্রত্যয় বড়–য়া,২য় স্থান অর্জন করেন রিনভি চাকমা,৩য় স্থান অর্জন করেন সজীব কান্তি দে। খ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কাপ্তাই উপজেলার জ্যাকলিন তঞ্চঙ্গ্যা,দ্বিতীয় স্থান অর্জন করেন রাঙামাটির চায়না চাকমা,৩য় স্থান অধিকার করেছেন কাপ্তাইয়ের মেরিলিন চাকমা।গ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন কাপ্তাইয়ের সুমনা তঞ্চঙ্গ্যা,২য় স্থান অর্জন করেছেন রাজস্থলী উপজেলার প্রিয়া বড়ুয়া ও ৩য় স্থান অর্জন করেছেন রাঙামাটির পম্পী বড়–য়া।এদিকে,দলীয় গনসঙ্গীত প্রতিযোগিতায় কাপ্তাইয়ের সুমনা তঞ্চঙ্গ্যা ও তার দল,২য় স্থান অর্জন করেছেন চায়না পাটোয়ারী ও তারদল। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর রাঙামাটি জেলা সভাপতি অমলেন্দু হাওলাদার জানিয়েছেন, গনসঙ্গীত প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম অর্জনকারীগরা বিভাগীয় পর্যায়ে গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৃজনশীল বিকাশ ও ইতিহাস ঐতিহ্য সংরক্ষনে উদীচী তার নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছে। গান,নাটক,আবৃত্তি,নৃত্য ও সাহিত্যসহ শিল্পকলার বিভিন্ন মাধ্যমে উদীচীর এই বহুমাত্রিক সংগ্রাম অব্যাহত থাকলেও গান তথা গণসঙ্গীত এখনো উদীচীর প্রধান মাধ্যম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.