রাঙামাটিতে আবদুল্লাহ ফকির টেকনিক্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম সোমবার উদ্বোধন করা হয়েছে।
হযরত আবদুল হাকিম প্রকাশ আবদুল্লাহ ফকির(রহঃ) মাজার সংলগ্ন আবদুল্লাহ ফকির টেকনিক্যাল স্কুলের শিক্ষা কার্যক্রম সোমবার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। অনুষ্ঠানে মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহম্মেদ, প্রবীন ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব নুরুল আলম হেজাজী, শাহজাহান মোল্লা।
স্বাগত বক্তব্য রাখেন মাজার পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈফ উদ্দিন আহম্মেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন রুবেল,সাবেক সাধারন সম্পাদক মোঃ আলী, মাজার পরিচালনা কমিটির মনিরুজ্জামান মহসিন রানা,নিজাম উদ্দিন, মোঃ শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ টেকনিক্যাল স্কুলে প্রথম পর্যায়ে ২৬জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তিন জন রাঙামাটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক এবং তিনজন শিক্ষানবিশ শিক্ষকের তত্ত্বাবধানে এর শিক্ষা কার্যক্রম চলবে। প্রথম পর্যায়ে তিনটি বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন বলেন, কোরআনই বিজ্ঞান। আল্লাহ পবিত্র কোরআন জ্ঞানীদের জন্য চিন্তার বিষয় রয়েছে।সুতরাং বিজ্ঞানের শিক্ষা মূলত ইসলাম থেকেই এসেছে। তাই ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। তিনি এই ধারাবাহিকতা অব্যহত রাখার আহবান জানান।
--হিলবিডি২৪/সিআর.