কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উদযাপন

Published: 12 Apr 2019   Friday   

ঐতিয্যবাহী "বিষু উৎসব" উপলক্ষ্যে   কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার সকালে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। 

 

আসুন, ঐতিহ্যকে ধারণ ও লালন করি,  আমাদের সংস্কৃতি আমাদের গর্ব, ঐতিহ্য ও সংস্কৃতি হোক সম্প্রীতির বন্ধন, ধর্ম যার যার উৎসব সবার`।এমন ব্যানার পেষ্টুন নিয়ে শোভাযাত্রায় ঐতিহ্যবাহি তনচংগ্যা পোষাকে নানা রঙে সজ্জিত শত শত তনচংগ্যা নারী, পুরুষ বড়ইছড়ি বাজার হতে শোভাযাত্রায় অংশ নিয়ে কাপ্তাই-চট্টগ্রাম-সড়ক প্রদিক্ষন করে উপজেলা শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।

 

 পার্বত্যাঞ্চলের উপজাতীয়দের মতে, বিষু- মানে আনন্দ, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর চেতনার নতুন প্রেরণা। তাই এবার অভাব-অনটনের মধ্যেও যথারীতি উৎসবের আয়োজন করা হয়েছে বলে শোভাযাত্রায় আগতরা জানান।

 

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিষু উদযাপন কমিটির আহবায়ক দীপ্তিময় তালুকদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সদস্য শান্তনা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, বিষু উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচাংগ্যা জটিল। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ  আহমেদ রাসেল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই চাইন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ নূর, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, হেডম্যান অরুন তালুকদার প্রমুখ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত