রাঙামাটির বরকল উপজেলায় দূর্গম সাইচাল পাংখোয়া পাড়ার কোমলমতি শিশুদের জন্য সাইচাল পাংখোয়া পাড়া নার্সারী স্কুল নামে সম্প্রতি একটি স্কুল ঘর নির্মান করে দিয়েছে ৪৫ বর্ডার র্গাড ব্যাটালিয়ন (বিজিবি) বরকল সদর জোন।
উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দূর্গম পাহাড়ী এ জনপদের বাসিন্দা সংখ্যালঘু পাংখোয়া সম্প্রদায়ের শিশুদের জন্য প্রাথমিক অক্ষর পরিচিতি এবং নার্সারী শ্রেণী পর্যন্ত পড়ালেখার জন্য সম্প্রতি ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লে: কর্ণেল মো: ফরহাদ হারুন চৌধুরীর প্রচেষ্টায় ও সহযোগিতায় ‘‘সাইচাল পাংখোয়া পাড়া নার্সারী স্কুল’’ স্থাপন করা হয়। আজ বুধবার ২৭ র্মাচ ওই স্কুলের জন্য হাই বেঞ্চ, লো বেঞ্চ, ব্ল্যাক বোর্ড, ছাল এর জন্য ঢেউটিন ও পানির ড্রাম সরবরাহ করেন জোন কমান্ডার মো: ফরহাদ হারুন চৌধুরী।
৪৫বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লে: কর্ণেল ফরহাদ হারুন চৌধুরী বলেন, দূর্গম সাইচাল পাংখোয়া পাড়ায় কোন স্কুল নেই। গ্রাম থেকে অনেক দুরে‘সাইচাল সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে একটি সরকারি বিদ্যালয় থাকলেও পাংখোয়া পাড়া গ্রামের কোমলমতি শিশুদের পাহাড়ি উঁচু নিচু পথ এবং ছড়া অতিক্রম করে সেই বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করা সম্ভব নয়।
তিনি আরো বলেন,ওই গ্রাম থেকে সরকারি স্কুলে হেঁটে গেলে দেড় ঘন্টা সময় লাগে। আসা যাওয়ায় ৩ ঘন্টার মতো সময় চলে যায়। এ ছাড়াও বর্ষাকালে পাহাড়ী পিচ্ছিল পথ অতিক্রম করা ছোট ছোট শিক্ষার্থীদের জন্য সম্ভব হয়ে উঠেনা। ফলে ওই পাংখোয়া পাড়ার কোমলমতি শিশুরা দীর্ঘ সময় ধরে শিক্ষার আলো থেকে রয়েছে বঞ্চিত।
ওই সংখ্যালঘূ সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াতে বরকল সদর ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এ উদ্যোগ গ্রহন করেছে। শুধু তাই নয় দূর্গম এলাকায় জনসাধারনের জান মালের নিরাপত্তা ও উন্নয়নের জন্য বরকল বিজিবি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানালেন জোন কমান্ডার মো: ফরহাদ হারুন চৌধুরী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.