বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পারিবার কল্যান মন্ত্রাণালয় এবং ব্রাক, রাঙামাটির উদ্যেগে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্যে দেন জেলা সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, প্রবীন সাংবাদিক ও নাটাবের সভাপতি এ কে এম মকছুদ আহমদ, সিনিয়র মেডিকেল অফিসার ডা: কেতি চাকমা প্রমুখ।
এর আগে একটি র্যালী সিভিল সার্জন কার্যালয় থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সিভিল সার্জন বলেন, যক্ষ্মা কার্যক্রমে সারা বাংলাদেশের মধ্যে তিন পার্বত্য এলাকা এগিয়ে আছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং কার্যক্রম পরিচালনা অব্যহত রাখতে হবে। যক্ষ্মামুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.