সম্প্রসারিত টিকা দান কর্মসূচীর আওতায় নতুন সংযুক্ত আইপিভি ও পিসিভি টিকা প্রয়োগ বিষয়ে সোমবার রাঙামাটিতে জেলা পর্যায়ের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালেয় অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিখি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান, রাঙামাটি সদর হাসপাতালের গাইনী বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ রওনক জাহান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালন বেগম সাহানওয়াজ , রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল অাওয়ামীলীগ নেতা কেরল চাকমা । স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ বিনোদ শেখর চাকমা। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ে ডাঃ জয় ধন তংচংগ্যা ।
সভায় জানানো হয় আগামী ২১ জুন সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার জেলা সদর এবং প্রতিটি উপজেলায় নতুন এ টিকার প্রয়োগের কার্যক্রম শুরু হবে। গেইভির সহায়তায় এ টিকা বিনামূল্যে শিশুদের প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের টিকাদান কর্মীদের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সেবার উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকার যে সফলতা অর্জন করেছেন তা অভূতপূর্ব। সরকারের এই সফলতাকে ধরে রাখার জন্য আমাদের সকলকে সম্মিলিত ভাবে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবার উন্নয়নে যে অগ্রগতি এসেছে তার ইতিবাচক প্রভাব আমরা পপেতে শুরু করেছি। শিশু মৃত্যুর হার হ্রাস , পুষ্টি ব্যবস্থার উন্নয়ন সহ এই সেক্টরে সহস্্রবাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক দূর এগিয়ে গেছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.