সোমবার উপজেলা পরিষদ ও জুরাছড়ি ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যদের প্রতি পরিবারকে ৫০ কেজি করে চাউল ও প্রতি পরিবারকে ২২শত টাকা বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমাসহ অন্যান্যরা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা বলেন, ৫ মাস ধরে ইউএনও পদ শূন্য থাাকায় প্রশাসনিক কোন পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। যাচ্ছে না দ্রুত ক্ষতিগ্রস্থদের ত্রান সহায়তা দিতে। তার পরেও উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ ব্যক্তিগত উদ্যোগে সামান্য সহায়তা দিচ্ছি।
জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা বলেন, প্রশাসনিকভাবে সহায়তায় এগিয়ে না আসায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যরা দিশেহারা হয়ে পড়েছে।
উল্লেখ্য শনিবার দিবাগত রাতে আমানিক ১টায় উপজেলা সদরে হাসপাতালের পশ্চিম পাশ্বের অগ্নিকান্ড ঘটনায় ৮টি বসতবাড়ী, ২টি ৪র্থ শ্রেণীর সরকারী কোয়াটার ও একটি বেসরকারী সোলার কোম্পানীর অফিসসহ পুড়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.