শিক্ষক মিলন হত্যাকান্ডের প্রতিবাদে বরকল শিক্ষক সমিতির মানববন্ধন

Published: 16 Mar 2015   Monday   

স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমাকে হত্যার প্রতিবাদে ওদোষীদের শাস্তির দাবীতে সোমবার বরকলে মানবন্ধন করেছে প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি।


বরকল উপজেলা পরিষদের মাঠে যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অমল চাকমা প্রমূখ। মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ সহ বিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন,দুষ্কৃতিকারীদের কাছে পার্বত্যঞ্চলের কোন পেশার মানুষ আজ নিরাপদ নয়। একজন শিক্ষক সেই মানুষ গড়ার কারিগর। সমাজ ও রাষ্ট্রগঠনের কারিগর। আর সেই শিক্ষকের যদি নির্মম নিষ্ঠুর ভাবে হত্যাকান্ডের শিকার হতে হয়। কোন বিবেকবান মানুষ তা মেনে নিতে পারে না।


বক্তারা শিক্ষক মিলন বিকাশ চাকমার উপর এ নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


মানব বন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ সহ বিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট গ্রামে নিজ বাড়িতে গত ১২ মার্চ দিবাগত রাত দেড় টায় মুখোশধারী সন্ত্রাসী কর্তৃক স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা নৃশংসভাবে খুন হন। একই সাথে নিহতের স্ত্রী বিরলতা চাকমা গুরুতর আহত হন এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত