বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

Published: 07 Mar 2019   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বি ব্লক এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের উপজেলা সংগঠক উদয় বিকাশ চাকমা ওরফে চিক্কে ধন(৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


পুলিশ জানায়, বৃহস্পতিতবার সকাল ১০টার দিকে ইউপিডিএফের উপজেলা সংগঠন উদয় বিকাশ চাকমা বঙ্গলতলী ইউনিয়নের বি ব্লকে সাংগঠনিক সফরে যান। সেখানে আগে ্ওৎ পেতে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত উদয় বিকাশ চাকমা বঙ্গলতলী বি-ব্লক গ্রামের শশধর চাকমার ছেলে। তিনি বঙ্গলতলী ইউনিয়নের প্রাক্তন মেম্বার ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।


এদিকে ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় উক্ত হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থী জেএসএস(এমএন লারমা গ্রুপ) কে দায়ী এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে সংস্কারপন্থী জেএসএস(এমএন লারমা গ্রুপ) এর কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক প্রশান্ত চাকমা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, যে এলাকায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সেখানে তার দলের কোন সাংগঠনিক কর্মকান্ড নেই। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে।


বাঘাইছড়ি থানার ওসি আবুল মঞ্জুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের এক নেতা নিহত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত