বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা সেনাবাহিনী ও পুলিশ চেক পোষ্টে আলীকদম থেকে চকরিয়াগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে পাঁচজন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার দুপুর এক ঘটিকার সময় এ রোহিঙ্গাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা কুতুপালং রোহিঙ্গা শিবিরের ডি ব্লকের নিবন্ধিত রোহিঙ্গা সদস্য।
আটককৃত রোহিঙ্গারা হলো- মোঃ সহিদুল্লা(২৫) পিতা মাদুর আহম্মদ, আবুবক্কর সিদ্দিক(২৬), আতাউল্লাহ(১৮) পিতা- ছগির, ফয়েজ উদ্দিন(৩৩) পিতা-জামাল উদ্দিন ও আবুল কাসেম(৩০) পিতা-কালু উদ্দিন ।
ইয়াংছা পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আব্দুর আলীম বলেন, বুধবার দুপুর এক ঘটিকার সময় আলীকদম থেকে চকরিয়াগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে পাঁচজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃত পাঁচ রোহিঙ্গাদের মধ্যে তিনজন ডি -৫৮ ব্লকের ও দুইজন ডি-১২ ব্লকের নিবন্ধিত সদস্য। তারা গত ৩ মার্চ বাজার করার কথা বলে রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে লামায় চলে আসে।
এ ব্যাপারে লামার থানার অফিসার ইনর্চাজ অপ্পেলা রাজু নাহা বলেন, আটককৃত রোহিঙ্গাদের তাদের রোহিঙ্গা শিবিরে পাঠিয়ে দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.