পঞ্চম দফায় দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্ষন্ত প্রচার প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নির্বাচনী প্রচারনার চতূর্থ দিনে আওয়ামীলীগের প্রার্থী শহীদুজ্জামান মহসিন রোমান সোমবার সকাল থেকে জেলা শহরের তবলছড়ি এলাকার পর্যটন রোড, খানবাড়ি, ওমদা মিয়া পাহাড়, অফিসার্স কলোনী, মসজিদ কলোনী এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গনসংযোগ করেন।
প্রচারনাকালে এসময় তার সাথে ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাওয়াল উদ্দিন, সভাপতি, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপিত সাইফুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন টিপু প্রমুখ। এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
শহীদুজ্জামান মহসিন রোমান জনসংযোগকালে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির স্বার্থে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। এছাড়াও নির্বাচনী প্রচারনা চালিয়ে ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতিকে ভোট প্রদানের অনুরোধ জানিয়েছেন প্রার্থী রোমানসহ সর্বস্তরের নেতাকর্মীরা। রোমান প্রচারণাকালে উন্নয়নের শতভাগ নিশ্চয়তা প্রদানের আশা ব্যক্ত করে তিনি গণমানেিষর অধিকার প্রতিষ্ঠায় আমি দলমতের উর্দ্বে উঠে কাজ করার প্রতিশ্রুতিও দেন।
অপরদিকে জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থী অরুন কান্তি চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী অনুপম চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রীতা চাকমা শহরের ৮নং ওয়ার্ডের কালিন্দীপুর, হাসপাতাল রোড, কেকে রায় সড়ক,টিএনটি এলাকাসহ বিভন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা চালান। এসময় জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা সৌখিন চাকমা, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি কিশোর কুমার চাকমা, সংগঠনের রাঙামাটি পৌর শাখার নেতা শান্তি মুকুল চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির নেত্রী োনাকি চাকমাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সমর্থকরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অরুন কান্তি চাকমা নির্বাচিত হলে তিনি পঞ্চ বার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে এলাকার উন্নয়ন করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে দাবী জানান।
অন্যদিকে জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ার ও মহিলা ভাইস চেয়ারমানরা নিজেদের এলাকায় উৎসব মূখর পরিবেশে গণসংযোগ চালিয়েছেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলায় আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.