নানিয়ারচরে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

Published: 15 Mar 2015   Sunday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় স্কুল শিক্ষক হত্যাকান্ডের প্রতিবাদে রোববার  নানিয়ারচরে মৌন মিছিল, মানববন্ধন ও প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

 

নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকরা কালো ব্যাজ ধারন করে মৌন মিছিল করেন। মৌন মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয় চত্বওে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি মুকুল বিকাশ খীসা, সাধারণ সম্পাদক প্রাজীব বড়ূয়া, নি¤œ কেংগাইলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র দাশ ও উচ্চ কেংগাইলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঞ্চশীল খীসা।

 

 মানববন্ধন শেষে অবিলম্বে শিক্ষক হত্যার খুনিদের চিহ্নিত করে আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত মিলন বিকাশ চাকমার স্ত্রী বিরলতা চাকমার সরকারীভাবে সুচিকিৎসা প্রদানসহ  ৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন,শিক্ষক মিলন বিকাশ চাকমা দীর্ঘদিন নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও দক্ষতার সহিত মহান শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকেও এ ধরণের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় শিক্ষক সমাজ মর্মাহত। এ ধরণের পৈশাচিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা অতি দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানান।

 

উল্লেখ্য, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট গ্রামে নিজ বাড়িতে গত ১২ মার্চ দিবাগত রাত দেড় টায় মুখোশধারী সন্ত্রাসী কর্তৃক স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা নৃশংসভাবে খুন হন। একই সাথে নিহতের স্ত্রী বিরলতা চাকমা গুরুতর আহত হন এবং খাগড়াছড়ি সদর হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত