রাঙামাটিতে মোনঘরের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমাকে গুনীজন সংবর্ধনা

Published: 22 Feb 2019   Friday   

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ীদের প্রথম সিভিল সার্ভিসের ক্যাডার ও সাবেক রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমা ও তার সহধর্মীনিকে  শুক্রবার রাঙামাটিতে মোনঘর শিশু সদনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।


মোনঘর মিলনায়তনে গুনীজন সম্মননা অনুষ্ঠানে মোনঘর কার্যনির্বাহী কমিটির সভাপতি সুকুমার দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার স্থবির। বিশেষ অতিথির বক্তব্যে দেন সংবর্ধিত অতিথি ও সাবেক রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমা ও তার সহধর্মীনি প্রীতি চাকমা। এছাড়া বক্তব্যে রাখেন,দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, মোনঘর আবাসিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লতিকা তালুকদার, এমএন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সাবেক সরকারী কর্মকর্তা কৃঞ্চচন্দ্র চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন মোনঘর কার্যনিবাহী কমিটির সাধারণ সম্পাদক কীর্তিনিশান চাকমা।


এর আগে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে সংবর্ধিত দুই গুনজীনজনকে ক্রেস দিয়ে সন্মানা প্রদান করা হয়। অলোচনা সভা শেষে মোনঘর শিশু সদনের শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ীদের মধ্যে প্রথম সিভিল সার্ভিস ক্যাডার ও সাবেক রাষ্ট্রদূত শরদিন্দু শেখর চাকমা একজন সরকারী উর্দ্ধতন কর্মকর্তা হিসেবে নয় তিনি একজন লেখক ও সমাজসেবীও। তাই তার পথ অনুসরণ করে মোনঘর শিশুসদনের শিক্ষার্থীদের ভালো করে পড়াশুনা করে দেশ ও এলাকায় উন্নয়নের এগিয়ে আসার আহ্বান জানান

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত