বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

Published: 15 Mar 2015   Sunday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

 

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্ধোধক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহ এমরান রোকনের পরিচালনায় ও সংগঠনের সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য প্রচার সম্পাদক রফিকুল মাওলা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেবুন্নেসা রহিম, জেলা আওয়ামী-মৎস্যজীবিলীগের আহবায়ক উদয়ন বড়–য়া, জেলা যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম সাইদুল, শহর শ্রমীকলীগ নেতা সমীর দে, শহর আওয়ামী-মৎস্য জীবিলীগের সাধারন সম্পাদক শ্যামল দেব প্রমূখ।

আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতার দ্বিতীয় দিনে চারটি গ্রুপের কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে তাদের মনোমুগ্ধকর কবিতা ও নৃত্য পরিবেশন করে। ১৭ মার্চ বিকেলে কলেজ গেইট আমানতবাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য্য এলাকায় দুদিন ব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় কৃতিত্ব অর্জনকারী প্রতিযোগীদের পুরস্কার বিতরন করা হবে। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন    স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বুদ্ধিজীবিরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্ঠা নিখিল কুমার চাকমা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ,বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।  এদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধুর সঠিক নির্দেশনার কারনেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বিশ্বের বুকে আজ যে বাংলাদেশ মাথা উচুঁ করে দাড়িয়ে আছে তার অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশের গৌরবময় একটি ইতিহাস থাকার পরেও স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃতির কাজে লিপ্ত । তাই ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

 

তিনি আরও বলেন,স্বাধীনতার  ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে, কারন ভবিষ্যৎ প্রজন্মই দেশের আগামীদিনের কান্ডারী। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে পারলে এদেশের ইতিহাস তারা জানতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত