আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম মিতিঙ্গাছড়ি এলাকায় বাঁশের তৈরী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে মিতিঙ্গাছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
বিদ্যালয় প্রাঙ্গনে বাঁশের তৈরী শহীদ মিনারে সকালে মিতিঙ্গাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন।
পরে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান চৌধুরী। বিদ্যালয়ের প্রতিষ্ঠা সভাপতি তপন তালুকদার সভাপতিত্বে বক্তব্যে দেন উপজেলা আওয়ামী লীগের নেতা অংগ্রু মারমা, বিদ্যালয়ের শিক্ষক রনজিত তালুকদার। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অর্জুন মনি চাকমা, কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যানি চাকমাসহ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাঙামাটির কাউখালী উপজেলার কমলপতি ইউনিয়নের মিতিঙ্গাছড়ির দুর্গম হওয়ায় শিক্ষা ও উন্নয়ন ক্ষেত্রে পিছিয়ে পড়ে রয়েছে। তাই এলাকায় ছেলে-মেয়েদের শিক্ষায় এগিয়ে নিতে ২০১৪ সালে মিতিঙ্গাছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও এখনো এমপিওভুক্ত হয়নি। বক্তারা এলাকার শিক্ষার ক্ষেত্রে প্রসার ঘটাতে রেজিষ্ট্রেশনভূক্ত করার দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.