জুরাছড়িতে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী শ্যামল কান্তি চাকমার প্রার্থীতা বাতিল

Published: 20 Feb 2019   Wednesday   

আসন্ন উপজেলা নির্বাচনে রাঙামাটি জুরাছড়ি উপজেলায় মনোনয়নপত্র দাখিলকৃত ভাইস চেয়ারম্যান পদে শ্যামল কান্তি চাকমার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীতা বাতিল করেছেন রিটানিং অফিসার।

 

নির্বাচন বিধি অনুসারে তার আয়কর রিটার্ন না তাকায় ও নির্বাচন কমিশনে ২শ ৫০ জনের সমর্থকের জমা তালিকায় ভুয়া স্বাক্ষর জালিয়াটির প্রমান পাওয়াই তার প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ মাহাফুজুর রহমান।

 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জুরাছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত রূপ কুমার চাকমা ও স্বতন্ত্র প্রার্থী সুরেশ কুমার চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রিটন চাকমা ও শ্যামল কান্তি চাকমা,  মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আল্পনা চাকমা ও জ্যোস্না তালুকদার মনোনয়ন দাখিল করেন।

 

মনোয়নয়নপত্র দাখিলের সময় নবস্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুসারে সংশ্লিষ্ট উপজেলার ২শ ৫০ জনের সমর্থীত ভোটারের স্বাক্ষরসহ দাখিল করতে হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুসরন করতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী শ্যামল কান্তি চাকমা উপজেলার ২শ ৫০ জনের সমর্থীত ভোটারের স্বাক্ষরসহ দাখিল করেন। নির্বাচন কমিশন প্রার্থীর দাখিলকৃত ২শ ৫০ জনের সমর্থীত ভোটারের মধ্যে নির্বাচন কমিশনের নিধারিত ৫ জনের নাম যাচাই বাছাই করেন। ৫ জনের মধ্যে উপজেলা পরিষদের অফিস সহায়ক ও জুরাছড়ি ইউনিয়নের মধ্যবালুখালী গ্রামের শিশির কুমার চাকমা ও পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নিরাপত্তা প্রহরী বিদ্যুৎ চাকমার নাম সমর্থক হিসেবে উল্লেখ করা হয়।

 

সরকারী বিধি অনুযায়ী সরকারী কোন কর্মচারী কোন জনপ্রতিনিধির সমর্থক হতে পারে না। এছাড়া উল্লেখিত শিশির চাকমা ও বিদ্যুৎ চাকমা তার কোন সমর্থক নয় বলে দাবী করেছেন। তাদের স্বাক্ষর জালিয়াটি করে তাদের নাম নির্বাচন কমিশনে দাখিল করে হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও  সহকারী রিটানিং অফিসারের কাছে লিখিত জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে মুঠো ফোনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শ্যামল কান্তি চাকমা স্বাক্ষর জালিয়াটির বিষয়টি অস্বীকার করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত