ইউএসটিসি’র জুম্ম শিক্ষার্থী পরিবারের নবীনবরণ ও প্রবীণদের বিদায় অনুষ্ঠান

Published: 18 Feb 2019   Monday   

ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাং(ইউএসটিসি) জুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে শনিবার নবীন বরণ এবং প্রবীণদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

ক্যাম্পাসের মাওলানা ভাসানী অডিটোরিয়ামে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির  চীফ অপারেটিং অফিসার আহমেদ শেফারুদ্দীন। শিক্ষার্থী মিলন চাকমার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ইউএসটিসির ডেপুটি ডিরেক্টর নুসরাত শারমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা. ইউএসটিসির ব্যাবসায় প্রশাসন বিভাগের ডীন আখতার জাহান, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান আখতার নুর বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক  বসুমিত্র চাকমা ও পুলিশ ইন্সপেক্টর প্রিয়দর্শী চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুতপা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী অর্ণব চাকমা। নবীণদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ারা নুর ইনস্টিটিউতের শিক্ষার্থী সাকি চাকমা ও প্রবীণদের পক্ষ  থেকে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স বিভাগের মং য়ই সিং মারমা।

 

অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে ইউএসটিসির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ড. নুরুল ইসলামের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জুম্ম শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএসটিসি ১৯৮৯ সালে প্রতিষ্ঠা পর থেকে দেশে বিদেশে বিভিন্ন সুনাম অর্জন করে যাচ্ছে। নিজেদের ভাষা ও সংস্কৃতি অনন্য বৈশিষ্ট্য সমুন্নোত রেখে দেশের উন্নয়নে এবং স্বজাতিসহ দেশের পিছিয়েপড়া জনগোষ্ঠীর কল্যানে কাজ করতে হবে। এ দেশ আমাদের মাতৃভুমি, জন্মভুমি এবং আমাদের মুক্তিযুদ্ধের ফসল। সুতরাং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যাওয়া আমাদের সবাইয়ের নৈতিক দায়িত্ব। 

 

প্রধান অতিথির বক্তব্যে শেফারুদ্দীন সুশৃঙ্খল জীবন ও সুনাগরিকের গুনাবলী ধারন করে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষার্থীদের উপদেশ দিয়ে বলেন,  দীক্ষা মানবজীবনের একটি গুরুত্বপুর্ন  গুনাবলী, দীক্ষা ছাড়া শিক্ষা অসম্পুর্ন। কল্যাণমুখী নানা কর্মকান্ডেও মুল্যবোধ অনুশীলনের উপর গুরুত্ব  এবং শারীরিক ও মানসিকভাবে সম্পুর্ন সুস্থতাকে উপলব্ধি করারও পরামর্শ দেন শিক্ষার্থীদের। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত