আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার রাঙামাটির দশ উপজেলায় চেয়ারম্যন পদে ২৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটির দশ উপজেলার মধ্যে রাঙামাটি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস-সন্তু লারমা) সমর্থিত প্রার্থী অরুন কান্তি চাকমা ও আওয়ামীলীগের প্রার্থী শহীদুজ্জামান রোমন। বাঘাইছড়ি উপজেলায় সুদর্শন চাকমা(জেএসএস-এমএন লারমা), বড়ঋষি চাকমা( জেএসএস-সন্তু লারমা) ও পূর্ব রঞ্জন চাকমা(জেএসএস-সন্তু লারমা)। লংগদু উপজেলায় আব্দুল বারেক(আওয়ামীলীগ), আব্দুর রহিম(স্বতন্ত্র), হাজী ফয়েজুল আজীম(স্বতন্ত্র)। নানিয়ারচর উপজেলায় প্রগতি চাকমা (জেএসএস-এমএন লারমা), রুপম চাকমা(জেএসএস-এমএন লারমা), পঞ্চানন চাকমা(স্বতন্দ্র), জ্ঞান রঞ্জন চাকমা(স্বতন্ত্র), বিনয়কৃঞ্চ চাকমা(স্বতন্ত্র) ও জান্তিনা চাকমা(স্বতন্দ্র)। কাউখালী উপজেলায় অজুর্জন মনি চাকমা(স্বতন্ত্র), তুহিন চাকমা(স্বতন্ত্র) ও শামসুদ্দোহা চৌধুরী(আওয়ামীলীগ)। রাজস্থলী উপজেলায় উবাসু মারমা (আওয়ামীলীগ) ও শাক্য মিত্র তংচংগ্যা(স্বতন্ত্র)। কাপ্তাই উপজেলায় মোঃ মফিজুল হক(আওয়ামীলীগ)। বরকল উপজেলায় বিধান চাকমা(জেএসএস-সন্তু লারমা) ও সবির কুমার চাকমা(আওয়ামীলীগ)। জুরাছড়ি উপজেলায় রুপ কুমার চাকমা(আওয়ামীলীগ) ও সুরেশ কুমার চাকমা(জেএসএস-সন্তু লারমা) এবং বিলাইছড়ি উপজেলায় বিরোত্তম তংচংগ্যা(জেএসএস-সন্তু লারমা) ও জয়সেন তংচংগ্যা(আওয়ামীলীগ)।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.