রাঙামাটিতে নারী বিষয়ক কর্মশালা সমাপ্ত

Published: 15 Mar 2015   Sunday   

রোববার রাঙামাটিতে আদিবাসী নারী অধিকার শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালাশেষ হয়েছে।

 

রাঙামাটি আউটার স্টেডিয়ামের অশিকা হল রুমে আয়োজিত স্থানীয় উন্নয়ন সংস্থা পুগোবেলে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুগোবেলের সাধারণ সম্পাদক ডায়না চাকমা। অতিথি ছিলেন ওমেন্স রিসোর্স নেট ওয়ার্ক পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ক এ্যাড. সুস্মিতা চাকমা,  জেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা কনিকা চাকমা।  সঞ্চালনা করেন রিতা চাকমা। কর্মশালায় রাঙ্গামাটি জেলার কার্বারী (গ্রাম প্রধান), ইউপি সদস্য, হেডম্যান (মৌজা প্রধান) সহ মোট ৩০ জন অংশ নেয়।

 

সমাপনী দিনে বক্তারা বলেন নারী পুরুষের সম্মিলিত উদ্যোগে নারী অধিকার প্রতিষ্ঠা হবে। তা না হলে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত