রাঙামাটিতে নিরাপদ মাতৃত্ব দিবসে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা

Published: 24 May 2014   Saturday   

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  বুধবার রাঙামাটিতে নিরাপদ মাতৃত্ব দিবস পলিত হয়েছে। সকালে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবলছড়ি বি এম ল্যাবরেটরী স্কুল থেকে র‌্যালী শুরু হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। রাঙ্গামাটি সিভিল সার্জন ডা মোস্তাফিজুর রহমান র‌্যালীর নেতৃত্ব দেন। ্র‌্যালীতে অংশগ্রহনকারীরা জনসচেতনতায় শহড়ের মূল সড়কগুলোর সামনে রংবেরঙের বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করে।

সিভিল সার্জন কার্যালয়ে মিলনায়তনের আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডাঃ রওনক জাহান।

বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা মোস্তাফিজুর রহমান , পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শাহনেওয়াজ ইসলামিক ফাইন্ডেশন এর উপ পরিচালক আলমগীর সিকদার।

সমাজে জনসচেতনতা বাড়ানো গেলে নিরাপদ মাতৃত্ব এবং মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক অগ্রগতি সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত