বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম. এস. আকবর এমপি’র মৃত্যুতে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে রোববার শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস সহকারী সৌহানা ফেরদৌসের স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। রাঙামাটি পৌরসভার মেয়র ও রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আরো বক্তব্য রাখেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এম. বখতিয়ার উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল আবছার, মোঃ জসীম উদ্দিন বাবুল, মোঃ রেজাউল করিম, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সেক্রেটারী আকবর হোসেন চৌধুরী। এতে আরো বক্তব্য দেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য শেখ মোঃ আবুল কালাম আজাদ, সৈকত রঞ্জন চৌধুরী, সিনিয়র আরসিওয়াই মোঃ পারভেজুল ইসলাম সুমন প্রমুখ। শোক সভায় রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম. এস. আকবর এমপি আর্তমানবতার সেবাই কাজ করেছেন। তিনি একজন নিষ্ঠাবান ও আদর্শবান মানুষ ছিলেন। রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। বক্তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম. এস. আকবর এমপি’র কর্মময় জীবন সম্পর্কে আলোচনা করেন। তার রুহের মাগফিরাত কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.