শিশুদের অপুষ্টি জনিত অন্ধত্ব দূর করতে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলার ১ থেকে ৫ বছর বয়সী ৭ হাজার ৭ শ` ১৬ জন শিশুকে লাল রংঙের ও ৬ থেকে ১১মাস বয়সী ১ হাজার শিশুকে নীল রংঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলার দূর্গম পাহাড়ের প্রত্যান্ত অঞ্চলসহ সর্বমোট ৮ হাজার ৭`শ ১৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার(৯ জানুয়ীরী) সকালে নৌ- বাহিনী কলোনীতে বানৌজা (বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ) শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক এম জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ অাহমেদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপজ্জ্বোল চাকমা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছসহ অারও অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্য কর্মীরা শিশুদের এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.