বাসন্তি চাকমাকে মহিলা এমপি মনোনয়নে খুশীর জোয়ারে ভাসছে খাগড়াছড়িবাসী

Published: 09 Feb 2019   Saturday   

খাগড়াছড়ি থেকে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ(এমপি) হিসেবে বাসন্তি চাকমা মনোনয়ন পেয়েছেন। তিনি খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টির দায়িত্ব পালন করছেন। 

 

এদিকে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো খাগড়াছড়ি থেকে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হিসেবে বসন্তি চাকমাকে মনোনীত করায় দলীয় কর্মীসহ মানুষ খুশীর জোয়ার দেখা দিয়েছে।


শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের সভার পর আওয়ামীলীগের ৪১ জন মহিলা এমপির নাম ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


এদিকে,খাগড়াছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ^র ত্রিপুরা বাসন্তি চাকমাকে এমপি মনোনীত করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। খাগড়াছড়ি জেলা থেকে বাসন্তি চাকমাকে মহিলা এমপি হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী খাগড়াছড়িবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছেন।


খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানান, তাদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে জয় যুক্ত করেছি। আর এবার খাগড়াছড়ি থেকে একজন মহিলা এমপি পেয়েছি। খাগড়াছড়ি থেকে বাসন্তি চাকমাকে মনোনীত করায় তিনি প্রধানমন্ত্রী ও দলে নীতি নির্ধাকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ জানান। তাই খাগড়াছড়িতে এবার আরো অনেক উন্নয়ন হবে। এবং উন্নয়নের সুফল খাগড়াছড়ির জনগণ ভোগ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।


এদিকে, বাসন্তি চাকমাকে এমপি হিসেবে নির্বাচিত করায় জেলা আওয়ামীলীগসহ জেলার সকল স্তরের মানুষের মানুষের খুশির জোয়ার দেখা দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে পেইজে বাসন্তি চাকমাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।


তিনি মনোনীত হওয়ায় খাগড়াছড়ি প্রেস ক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো কেন্দ্র থেকে মহিলা হিসেবে এমপি মনোনীত হওয়ায় বাসন্তি চাকমাকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি থেকে এবারে মহিলা এমপি মনোনীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তাদের আশা খাগড়াছড়ি জেলার উন্নয়নের লক্ষে বাসন্তি চাকমা কাজ করে যাবেন।

 

বাসন্তি চাকমা জানান, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যাঞ্চলের মানুষকে কতটা ভালোবাসেন, তা আবারও প্রমাণিত হয়েছে। ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি সম্পাদনের মাধ্যমে তিনি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে পাহাড়ি-বাঙালি সহাবস্থান নিশ্চিত করেছেন।

 

তিনি  আরো বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে পাহাড়ে নারী শিক্ষায়নে বিশেষ ভূমিকা পালনের পাশাপাশি অবহেলিত ও বঞ্চিত নারীদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ এবং সব মানুষের সমমর্যাদায় বেঁচে থাকার সম্প্রীতিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


উল্লেখ্য, গেল দশম  সংসদ নির্বাচনে রাঙামাটি জেলা থেকে জেলা মহিলালীগের নেত্রী ফিরোজা বেগম চিনু নির্বাচিত হয়েছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত