খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে নিয়ে অপ-প্রচারের দায় এড়ালো ‘ইউপিডিএফ’

Published: 07 Feb 2019   Thursday   

খাগড়াছড়ি জেলা সদরে এক সামাজিক অনুষ্ঠানে স্থানীয় মুরুব্বীদের সাথে একান্তে মতবিনিময়কালে কুজেন্দ্রলাল ত্রিপুরার দেয়া বক্তব্যকে কেন্দ্র করে ‘সিএইচটিনিউজডটকম’ নামের নাম ঠিকানাবিহীন একটি ওয়েবসাইট-এর অপ-প্রচারের সাথে কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে অনিবন্ধিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’।

 

বৃহস্পতিবার  সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সদর ইউনিটের সমন্বয়কারী অংগ্য মারমা বলেছেন, ‘সিএইচটিনিউজডটকম’ ওয়েবসাইটে প্রকাশিত ‘আর্মিরাই জুম্ম রাজাকারদের ব্যবহার করছে’ সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা এমন সংবাদের সাথে ইউপিডিএফ-এর সম্পর্ক নেই। নিউজ পোর্টালটির ব্যাপারেও ইউপিডিএফ দায়ী নয়। এর সাথে ইউপিডিএফ’কে জড়িয়ে মামলা দায়ের ও বিষোদগার কিছুতেই মেনে নেয়া যায় না।’

 

‘ইউপিডিএফ’-এর প্রচার শাখার প্রধান নিরন চাকমা ইে-মেইলের প্রেরিত বিবৃতিতে অভিযোগ করেন, বুধবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টিকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ও মামলা দায়ের ঘটনাকে অবৈধ ক্ষমতার দম্ভ প্রকাশ মন্তব্য করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত