জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার খাগড়াছড়ির মহালছড়ি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
“শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাশ করতে, পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর” শ্লোগানে কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানবন্ধনে কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেন। মানব বন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা।
সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা বলেন, দেশে হরতাল-অবরোধের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তারা কখনো দেশের উন্নয়ন চাই না। যারা আজ শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করে রাজনৈতিক স্বার্থ আদায় করার চেষ্টা করছে তারা জনগণের বন্ধু হতে পারে না। এখন সারাদেশে স্কুল-কলেজগুলোতে ছাত্র-শিক্ষক শঙ্কা মুক্ত নয়, নিরাপদে ক্লাশ করতে ও পরীক্ষা দিতে পারছে না। সকল প্রকার সহিংসতা বন্ধ করে শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিরাপদে ক্লাশ করতে, পরীক্ষা দিতে এবং জীবন শঙ্কামুক্ত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.