রাঙামাটি সরকারি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

Published: 14 Mar 2015   Saturday   

শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধের দাবীতে  শনিবার রাঙামাটি সরকারী কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

 

শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ করো এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধনে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।  করেছে, ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।  মানববন্ধনে নেতৃত্ব দেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা।

 

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান আতিকুর রহমান, একাউন্টিং প্রধান শুসেন কুমার বড়–য়া, বাংলা বিভাগের প্রভাষক মহিউদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মনোয়ার কবির, সহযোগি অধ্যাপক নুরুল করিম, অধ্যাপক পারভিন আক্তার, অধ্যাপক আবুল খায়ের প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত